Header Ads

Header ADS

সমালোচনার ঝড় বইছে হলি আর্টিজান হামলা নিয়ে নির্মিত চলচিত্র কে কেন্দ্র করে

গুলশানের হলি আর্টিজান হামলাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রে জাহিদ হাসানের দাড়ি এবং তিসার হিজাব পরিহিত ছবি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল এবং বইছে সমালোচনার ঝড়

২০১৬ সালের জুলাই মাসের শুরুতে বাংলার ইতিহাসের কিছু ভয়াবহ ঘটনার মধ্যে  একটি হচ্ছে গুলশানের হলি আর্টিজান সন্ত্রাসী হামলা। 
পহেলা জুলাই ২০১৬,  আনুমানিক রাত ৯.২০ মিনিটে নয় জন হামলাকারী ঢাকার গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে হামলা করে। এই হামলায় ১৭ জন বিদেশী সহ ২০ জন কে হত্যা করে সন্ত্রাসীরা। 

এই মর্মান্তিক ঘটনার পরবর্তিতে বিখ্যাতা ভ্যারাইটি পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারয়ার ফারুকী গুলশানের হলি আর্টিজান বেকারি হামলাকে কেন্দ্র করে একটি চলচিত্র নির্মান করবেন জানিয়েছিলেন,  যার নাম হলি বেকারি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া জাহিদ হাসান এবং তিসার ছবি
 গুলশান হলি আর্টিজানে মর্মান্তিক হামলা কে কেন্দ্র করে নির্মিত চলচিত্র নিয়ে সাম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যেম ফেসবুকে শুরু হয়েছে সমালোচনা। ফেসবুকে ভাইরাল হওয়া দুটি ছবির মধে একটি তে জাহিদ হাসান কে দাড়ি ও কপালে কালো দাগ এবং হিজাব পরিহিত অবস্থায় তিসা কে দেখা যায়।  সমালোচকদের উদ্দেশ্যে মুখ খুললেন ফারুকী

সামাজিক যোগাযোগ মাধ্যে এই ছবিটি ভাইরাল হবার পরে অনেকে লিখছেন হলি আর্টিজানে হামলাকারীরা ছিল ইউনিভার্সিটি পড়ুয়া উচ্চ শিক্ষিত তাদের মুখে দাড়ি ছিল না কপালে কালো দাগ ছিল না। 
কিন্তু হলি আর্টিজানের উপর ফিল্ম তৈরি করতে গিয়ে অভিনেতা জাহিদ হাসানের মুখে দাড়ি ঝুলিয়ে দেয়া হলো কেন? আবার কপালে সিজদার কালো দাগও লাগিয়ে দেওয়া হলো কেন? অভিনেত্রী তিশার মাথায় হিজাব পরানো হল কেন? 

এই ছবি ভাইরাল হবার পর থেকে পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তীব্র নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে। 

তবে তীব্র সমালোচনার মাঝে অনেকেই এই ছবিটি কে ভুল ভাবে উপস্থাপন করা হচ্ছে বলে উল্লেখ করছেন।


(ইউটিউবে আমাদের চ্যানেল ভিজিট করতে Search দিন DDN ONLINE TV  *** Subscribe করে আমাদের সাথেই থাকুন)

No comments

Powered by Blogger.