Header Ads

Header ADS

সেঞ্চুরি করলেন মোস্তাফিজুর রহমান

৩য় বাংলাদেশি বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে বল হাতে সেঞ্চুরি করলেন মোস্তাফিজুর রহমান


 বিপিএলের নিজের ৩য় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে বল হাতে এক নতুন রেকর্ড করলেন মোস্তাফিজুর  রহমান।  ৩য় বাংলাদেশি হিসাবে তিনি টি২০ ক্রিকেটে বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হলেন।

বিপিএলের শুরুতে টি২০ ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের মোট উইকেটের পরিমান ছিল ৯৮। বিপিএলের ৬ষ্ঠ আসরে রাজশাহী কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজ। বিপিএলের প্রথম ম্যাচে কোন উইকেটের দেখা মেলেনি তারা। তবে নিজের ৭৮ তম টি২০ ম্যাচে রাজশাহী কিংসের হয়ে মাঠে নামা মোস্তাফিজ নিজের ৯৯ তম উইকেটের শিকার হন খুলনা টাইটান্সের ওপেনার পল স্টার্লিং এবং ১০০ তম উইকেটের শিকার হন মাহমুদউল্লাহ রিয়াদ।

মোস্তাফিজের ১০০ উইকেটের মধ্যে ৪৮ টি আন্তর্জাতিক উইকেট।  বর্তমানে মুস্তাফিজের বোলিং গড় ২১.১০ (৭৮ ম্যাচে) । 
 এর আগে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা টি২০ ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হন। 



( ইউটিউবে আমাদের চ্যানেল ভিজিট করতে ইউটিউবে গিয়ে search দিন DDN ONLINE TV   ।  চ্যানেলটি Subscribe করে আমাদের সাথেই থাকুন)

No comments

Powered by Blogger.