Header Ads

Header ADS

প্রিয়জন যুব সংগঠনের উদ্যোগে নওগাঁর ধামইরহাটে পাঁচশত শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ

পাঁচশত ছাত্র ছাত্রীদের মাঝে খাতা কলম বিতরণ করলেন স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রিয়জন'

 ডিডিএনঅনলাইননিউজঃ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ৫নং আড়ানগর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়জন যুব সংগঠনের উদ্যোগে ৫নং আড়ানগর ইউনিয়নের ৮ টি এবং অন্যান্য ইউনিয়নে একটি মোট ৯ টি স্কুলে গরীব ও মেধাবী পাঁচশত ছাত্র ছাত্রী মাঝে দুটি করে খাতা এবং একটি করে কলম বিতরণ করা হয়।
প্রিয়জন যুব সংগঠনের উদ্যোগে খাতা কলম বিতরণ চিত্র

৩১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে শুরু হয় বিতরণী কার্যক্রম। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং আড়ানগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান আলী কমল, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন  ধামইরহাট সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, জিল্লু রহমান,  আড়ানগর ইউপি সচিব মোঃ ছাব্দুল ইসলাম এবং আরো উপস্তিত ছিলেন প্রিয়জন যুব সংগঠনের সভাপতি মোঃ শাফি আরমান শুভ সহ তৌফিকুর রহমান তুহিন, জোবায়ের হোসাইন, আল হাসিব,  আসিক সহ অন্যান্য সদস্য বৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ধামইরহাট প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

বেলা ১১ টা থেকে এই বিতরণী কার্যক্রম চলতে থাকে এবং দুপুর ২ টায় শেষ হয়। এ সময় সংগঠনের সদস্যরা বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দেন।  এ সময় প্রতিটি স্কুলের উপস্থিত ছিলেন  প্রধান শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এবং স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা গণ প্রিয়জন যুব সংগঠনের এমন মহৎ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এবং সংগঠনের সাফল্য কামনা করেছেন। 

এছাড়া ছোট ছোট শিক্ষার্থীরা নতুন খাতা কলম পেয়ে অনন্দে তাদের মনের ভাব প্রকাশ করেছে এবং আরো ভালোভাবে তারা পড়াশোনা করবে এমন টা জানিয়েছে।

ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল জানিয়েছেন - প্রিয়জন সংগঠনকে তিনি শুরু থেকে দেখে আসছেন, এর মাধ্যমে এলাকার বিভিন্ন সামাজিক উন্ন্যনমুলক কাজ হচ্ছে এবং এর সুফল এলাকার বহু লোক পাচ্ছে।

এদিকে সংগঠনের সভাপতি মোঃ শাফি আরমান শুভ জানিয়েছেন তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যে সমাজের গরিব দুঃখি মানুষের পাশে দ্বারানো এবং সামাজিক উন্নয়ন মুলক কাজ করা। তিনি বলেন ইংরেজি নতুন বছরের শুরুটা তারা এলাকার শীতার্ত গরীব অসহায় মানুষদের  কম্বল বিতরণের মধ্যে দিয়ে উৎযাপন করেছিলেন আর এই একই মাসের শেষটা তারা গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ করে শেষ করলেন। সামনে তারা আরো ভালো ভালো কাজ করতে আগ্রহী। 
প্রিয়জন যুব সংগঠনের লোগো

উল্লেখ্য ২০১৭ সালে ৫ বন্ধু শাফি আরমান শুভ, সামিউল বাসির রাহি, শামিম হোসেন, মাহমুদ হোসাইন রকি এবং তৌফিকুর রহমান তুহিনের উদ্যোগে সমাজের ভালো কিছু করার উদ্দেশ্যে এলাকার কয়েকজন বন্ধুদের নিয়ে পহেলা জুলাই ২০১৭  'প্রিয়জন' যুব সংগঠন নামে স্বেচ্ছাসেবী সংগঠটির যাত্রা শুরু হয়। ধিরে ধিরে সংগঠনটির কার্যক্রম ছড়িয়ে পড়লে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অদ্যায়নরত ছাত্র, শিক্ষিত বেকার যুবকরা পর্যায়ক্রমে সংগঠনের সদস্যপদ নিতে থাকে এবং বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা ৩৫ জন। প্রতি মাসে নিজেদের পকেট মানি থেকে কিছু টাকা এই সংগঠন কে তারা দিয়ে থাকেন এছাড়া বিভিন্ন জনের সাহায্য সহযোগিতায় তারা এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা এবং সামাজিক উন্নয়ন মুলক কাজ করে থাকেন।
প্রিয়জন যুব সংগঠনের বিভিন্নন প্রকার কার্যক্রমের চিত্র


ইতিমধ্যে তারা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,  সামাজিক ভারসাম্য রক্ষায় তাল গাছ রোপন, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে আসহায় গরিবদের শেমাই চিনি বিতরণ সহ আরো বিভিন্ন ধরনের সামাজিক ও উন্নয়নমুলক কাজ সম্পুন্ন করেছেন।





( YouTube এ  আমাদের চ্যানেলে এলাকার সহ দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ/প্রতিবেদন দেখতে YouTube এ Search করুন - DDN ONLINE TV   * Subscribe করে আমাদের সাথে থাকুন)


No comments

Powered by Blogger.