নওগাঁর মহাদেবপুরে কৃষক বাবলুর প্রচেষ্টায় গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে অর্ধশত ফুল গাছে ভরপুর একটি পার্ক
নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের কৃষক আনোয়ারুল ইসলাম বাবলুর প্রচেষ্টায় সৌখিন পুকুর কে কেন্দ্র করে ডের বিঘা জমির উপর গড়ে উঠছে বিভিন্ন প্রজাতির ফুল গাছে ভরপুর একটি বাগান। যেটি কে তিনি ধিরে ধিরে একটি পার্কে রুপ দেবার চেষ্টায় কাজ করে যাচ্ছেন।
ফুল সুধু পবিত্রতার প্রতীক নয়, ভালোবাসায়, শ্রদ্ধায় এমন কি শোখের ও একমাত্র অনুসংগ। আর এই ফুলের চাহিদা বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশর অনেক জায়গায় বানিজ্যিক ভাবে ফুলের চাষ হলেও কেউ কেউ শখের বসে সৌন্দর্য বর্ধনের জন্য ফুলের চাষ করে থাকেন। তেমনি এক জন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের কুন্দুনা গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম বাবলু। তিনি অনেক আগে থেকেই বাড়ির উঠান সহ আশে পাশের জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ রোপন করতেন। বলা যেতে পারে গাছের প্রতি একরকম ভালোবাসা তার অনেক আগে থেকেই।
আর সেই ভালোবাসার টানেই বাড়ির কাছে ধনজইল-মাতাজীহাট সরকের পাশে একটি পুকুর খনন করেন এবং পুকুরটির নাম দেন সৌখিন পুকুর। পরবর্তীতে তিনি এই পুকুরের পাড়ে কসমস, চন্দ্রমল্লিকা, জেনিয়া সহ প্রায় অর্ধশত দেশি বিদেশী জাতের ফুল গাছ রোপন করেন এবং ভবিষ্যতে একটি বড় পার্ক বানানোর স্বপ্ন দেখেতে থাকেন।
আনোয়ারুল ইসলাম বাবলু মুলত পেষায় একজন কৃষক এবং পাশাপাশি তিনি এজন সফল মৎস চাষি। তার দেয়া তথ্য মতে তিনি উপজেলা মৎস অধিদপ্তর থেকে শ্রেষ্ট মৎস চাষি হিসাবে এবং বৃক্ষ্য রোপন ও সৌন্দর্য বর্ধনের জন্য তিনি অ্যাওর্য়াড লাভ করেছেন।
বিভিন্ন বাধা বিপত্তি সম্মুখীন হলেও থেমে থাকেন নি আনোয়ারুল ইসলাম বাবলু।। মনের মাধুরি মিষিয়ে নিজের মত করে ধিরে ধিরে গড়ে তুলছেন তার এই সৌখিন পুকুর নামের পার্কটি।
ডের বিঘা জমির উপর অবস্থিত এই পার্কটির দেখাশুনা সহ সৌন্দর্যবর্ধনের জাবতিয় কাজ তিনি নিজের হাতেই করে থাকেন।
বাড়িতে নিজ সন্তান কে যেমন তিনি ভালোবাসেন সন্তান কে নিয়ে সপ্ন দেখেন তেমিনি এই পার্ক টি কে ও তিনি অনেক ভালোবাসেন এবং ভবিষ্যৎতে বড় একটি পার্ক(পিকনিক স্পষ্ট) বানানোর সপ্ন দেখেন।
আর সেই ভালোবাসার টানেই বাড়ির কাছে ধনজইল-মাতাজীহাট সরকের পাশে একটি পুকুর খনন করেন এবং পুকুরটির নাম দেন সৌখিন পুকুর। পরবর্তীতে তিনি এই পুকুরের পাড়ে কসমস, চন্দ্রমল্লিকা, জেনিয়া সহ প্রায় অর্ধশত দেশি বিদেশী জাতের ফুল গাছ রোপন করেন এবং ভবিষ্যতে একটি বড় পার্ক বানানোর স্বপ্ন দেখেতে থাকেন।
আনোয়ারুল ইসলাম বাবলু মুলত পেষায় একজন কৃষক এবং পাশাপাশি তিনি এজন সফল মৎস চাষি। তার দেয়া তথ্য মতে তিনি উপজেলা মৎস অধিদপ্তর থেকে শ্রেষ্ট মৎস চাষি হিসাবে এবং বৃক্ষ্য রোপন ও সৌন্দর্য বর্ধনের জন্য তিনি অ্যাওর্য়াড লাভ করেছেন।
বিভিন্ন বাধা বিপত্তি সম্মুখীন হলেও থেমে থাকেন নি আনোয়ারুল ইসলাম বাবলু।। মনের মাধুরি মিষিয়ে নিজের মত করে ধিরে ধিরে গড়ে তুলছেন তার এই সৌখিন পুকুর নামের পার্কটি।
ডের বিঘা জমির উপর অবস্থিত এই পার্কটির দেখাশুনা সহ সৌন্দর্যবর্ধনের জাবতিয় কাজ তিনি নিজের হাতেই করে থাকেন।
বাড়িতে নিজ সন্তান কে যেমন তিনি ভালোবাসেন সন্তান কে নিয়ে সপ্ন দেখেন তেমিনি এই পার্ক টি কে ও তিনি অনেক ভালোবাসেন এবং ভবিষ্যৎতে বড় একটি পার্ক(পিকনিক স্পষ্ট) বানানোর সপ্ন দেখেন।
(নওগাঁর মহাদেবপুরের সৌখিন পুকুর নামক পার্কটি কে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে।কটি প্রতিবেদন রয়েছে। দেখতে YouTube এ গিয়ে Search দিন DDN ONLINE TV)
No comments