Header Ads

Header ADS

শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা অন্তরগত আড়ানগর ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল

শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা অন্তরগত আড়ানগর ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল  

ডিডিএনঅনলাইননিউজঃ সাম্প্রতি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) তথ্য অনুযায়ী বাংলাদেশের ইউনিয়ন পরিষদ গুলুর মধ্যে ২০১৬-১৭ অর্থ বছরে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু সংখ্যক ইউনিয়ন এলজিএসপি-৩ দক্ষতা ভিক্তিক অনুদানের জন্য মনোনিত হয়েছে। ওই সকল ইউনিয়নের মধ্যে অন্যতম ইউনিয়ন নির্বাচিত হয়েছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্তরগত ধামইরহাট উপজেলার  ৫নং আড়ানগর ইউনিয়ন। ৫নং আড়ানগর  ইউনিয়নের  চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী কমল আর্জন করেছেন শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের খেতাব ।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম(বিইউপিএফ) এ অসাধারন কাজের স্বীকৃতি স্বরুপ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী কমল কে "ইউনিয়ন পরিষদ গোল্ড মেডেল" দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।  চলতি মাসে ঢাকায় আড়াম্বর অনুষ্টানের মাধ্যমে "ইউনিয়ন পরিষদ গোল্ড মেডেল" এবং আজীবন সম্মাননা স্বারক দেশের বরণ্যে ব্যক্তিদের দ্বারা প্রদান করা হবে।  
উল্লেখ্য মোঃ শাহজাহান আলী কমল  ২০১১ সালে নির্বাচনে গরুর গাড়ি প্রতিক নিয়ে এবং ২০১৬ সালে নৌকা প্রতিক নিয়ে ২য় বারের মত আড়ানগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ইউনিয়নে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। তার হাত ধরে প্রথমবার নির্বাচিত হবার পর থেকে বর্তমান সময় কাল পর্যন্ত  আড়ানগর ইউনিয়নে দেখা মিলিছে ব্যাপক পরিবর্তন , উন্নয়ন হয়েছে ব্যাপকহারে।
ইতিপূর্বে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য  মাদার তেরেসা শান্তি পদক-২০১৫, নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক-২০১৫, শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্বর্ণপদক-২০১৫ এবং আরো বেশ কিছু পদক অর্জন সহ কয়েকবার নির্বাচিত হয়েছেন শ্রেষ্ট চেয়ারম্যান।

No comments

Powered by Blogger.