Header Ads

Header ADS

কুয়াশা দেখে মনে হচ্ছে মাঘ মাস

কুয়াশা দেখে মনে হচ্ছে মাঘ মাস


ডিডিএনঅনলাইননিউজ(ধামইরহাট নওগাঁ প্রতিনিধি) : গ্রামের ভাষায় একটা প্রবাদ আছে "মাঘের শীতে বাঘ কান্দে" । মাঘ মাস আসতে এখনো ৩ মাস বাকি কিন্তু  ১৫ অক্টবর সকালের কুয়াশা ঘেরা আবহাওয়া দেখে মনে হচ্ছিল এই বুঝি মাঘ মাস চলে এসেছে। শীতের প্রখরতা না থাকলেও প্রচুর কুয়াশায় ঘেরা ছিল মাঠ ঘাট পথ। 
প্রতি দিনের মত কর্ম ব্যস্ততায় সকাল্টা শুরু হয়েছিল গ্রামের খেটে খাওয়া মেহনতী মানুষদের। প্রতিদিনের মত হাফ হাতা শার্ট ( গরমের পোষাক) ছেড়ে ফুল হাতা শার্ট পরিধান করে কাজে বের হয়েছিল অনেকেই।কিন্তু শীতের পোষাক পরিধান করে কাজে যাওয়া মানুষ খুব কমই চোখে পড়েছে। অনেকের কাছে হঠাৎ এই কুয়াশা ঘেরা আবহাওয়া মজার বিষয় হয়ে দারিয়েছে। তাইতো ফেসবুক প্রেমিরা মোবাইল হাতে সেলফি তোলায় ব্যস্ত ছিল।। বলা যেতে পারে আজকের এই আবহাওয়া সবাই উপভোগ করেছে।। 

No comments

Powered by Blogger.