প্রধানমন্ত্রীর দিকে বুক ভরা আসা নিয়ে তাকিয়ে নওগাঁ - ২ আসনের জনগণ
নিজেদের প্রাণপ্রিয় নেতা মোঃ শহিদুজ্জামান সরকার কে জাতীয় সংসদে ভিআইপি পদে দেখতে বুক ভরা আসা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন নওগাঁ ২ (ধামইরহাট - পত্নিতলা) আসনের জনগণ
ডিডিএনঅনলাইননিউজঃ ধামইরহাট এবং পত্নিতলা, এই দুই উপজেলা নিয়ে নওগাঁ ২ আসন গঠিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রায় এক লক্ষ ভোটে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী, ধামইরহাট উপজেলা অন্তর গত বীরগ্রামের সন্তান আলহাজ্জ্ব মোঃ শহিদুজ্জামান সরকার হ্যাট্রিক করেন এবং চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে শহিদুজ্জামান সরকার নির্বাচিত হবার পরে এই আসনের (নওগাঁ-২) সুধীমহল, নেতাকর্মী সহ সাধারণ জনগণের প্রাণের দাবি ছিল শহিদুজ্জামান সরকার কে পূর্ণ মন্তী হিসেবে দেখার। কিন্তু ৬ জানুয়ারি ২০১৯ মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একাদশ জাতীয় সংসদের মন্ত্রীদের নাম ঘোষণা করা হলে, নওগাঁ ১ (নিয়ামত পুর, পোরশা এবং সাপাহার) আসনের সংসদ সদস্য সাদন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রী হিসাবে জায়গা পেলেও সেই মন্ত্রীসভায় জায়গা হয়নি শহিদুজ্জামান সরকারের। নিজ জেলায় এমন একজন মন্ত্রীত্ত দেওয়াই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নওগাঁ ১ আসনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ তবে নিজেদের প্রাণপ্রিয় নেতাকে ও সংসদের ভিআইপি পদে দেখতে চান তারা।
শহিদুজ্জামান সরকার ১৯৯১ সালে প্রথম এবং ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে পর পর তিনবার এবং মোট চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। নিজদের প্রানপ্রিয় নেতা মন্ত্রী না হলেও দূর্নীতির বিরুদ্ধে আপোষহীন উদার মনের মানুষ, ধামইরহাট পত্নিতলার উন্নয়নের একমাত্র কারিগর শহিদুজ্জামান সরকার কে যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো সাঠিক মূল্যায়ন করেন। এবং মহান জাতীয় সংসদে ভিআইপি পদে শহিদুজ্জামান সরকার কে দেখতে বুকভরা আসা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন নওগাঁ ২ আসনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
উল্লেখ্য ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে শহিদুজ্জামান সরকার ৩য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হয়েছিলেন।
(ইউটিউবে আমাদের DDN Online TV চ্যানেল টি ভিজিট করতে এবং বিভিন্ন নিউজ এবং প্রতিবেদেন দেখতে YouTube এ Search দিন DDN Online TV । Subscribe করে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ)
(ইউটিউবে আমাদের DDN Online TV চ্যানেল টি ভিজিট করতে এবং বিভিন্ন নিউজ এবং প্রতিবেদেন দেখতে YouTube এ Search দিন DDN Online TV । Subscribe করে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ)
No comments